পরীক্ষামূলক


ছিল তিন কন্যা । সিমুল, বকুল, ও পারুল । তিন কন্যাকে নিয়া রাজা বেশ সুখেই কাটছিল । রাজ্যও ছিল সুখ আর শান্তি । রাজা একদিন গল্প করছিলেন । সঙে ছিল রানি আর তিন কন্যা । রাজা তার কন্যাদের জিজ্ঞেস করলেন, এক সহজ প্রশ্ন । কে তাকে কি রকম ভালবাসেন? বর কন্যা শিমুল । সেই জবাব দিল প্রথমে । বলল, বাবা, আমি তোমাকে চিনির মত ভালবাসি । রাজা একটু মুচকি হাসলেন । মেজ কন্যা বকুল বলল, বাবা, আমি তোমাকে মিষ্টির মত ভালবাসি । রাজার মুখে আবার আবার দেখা গেল হাসির রেখা । ছোট কন্যা পারুল । বলল, বাবা আমি তোমাকে নুনের মত ভালবাসি । সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেল কালো । রানি ও শুনে অবাক । এ কেমন কথা । রাজা বেশ অস্থির । ডাকলেন উজির নাজির আর সেনাপতিকে । হকুম দিলেন, ছোট কন্যা পারুলকে গভীর জঙ্গলে ফেলে দিয়া আস । রাজার হুকুম বলে কথা । না মেনে উপাই নেহি ।পরদিন পারুলকে পাঠানো হল বনবাসে । গভির অরণ্য জনপ্রাণী নেই । পারুল একা বসে আছে । এমন সময় কয়েকজন পরি এল । পরিরা বলল, গভীর অরেন্নে তুমি একা কেন? পারুল সব ঘটনা খুলে বলল । পারুলের দুঃখের কথা পরিরা বুঝতে পারল । রাজার মেয়ে পারুলের জন্য সুন্দর একটা বাড়ি বানাল । পরিরা নানা ফুলেত চারা এনে একটা বাগান বানাল । বনের পশুপাখি এলো রাজার মেয়েকে দেখতে । হরিন এলো খরগোশ এল মুউ

রাজা আর তিন কন্যা

রাজা আর তিন কন্যা
অনেক অনেক দিন আগের কথা ।এক ছিল রাজা । রাজার ছিল এক রানি । আর ছিল তিন কন্যা । সিমুল, বকুল, ও পারুল । তিন কন্যাকে নিয়া রাজা বেশ সুখেই কাটছিল । রাজ্যও ছিল সুখ আর শান্তি । রাজা একদিন গল্প করছিলেন । সঙে ছিল রানি আর তিন কন্যা । রাজা তার কন্যাদের জিজ্ঞেস করলেন, এক সহজ প্রশ্ন । কে তাকে কি রকম ভালবাসেন? বর কন্যা শিমুল । সেই জবাব দিল প্রথমে । বলল, বাবা, আমি তোমাকে চিনির মত ভালবাসি । রাজা একটু মুচকি হাসলেন । মেজ কন্যা বকুল বলল, বাবা, আমি তোমাকে মিষ্টির মত ভালবাসি । রাজার মুখে আবার আবার দেখা গেল হাসির রেখা । ছোট কন্যা পারুল । বলল, বাবা আমি তোমাকে নুনের মত ভালবাসি । সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেল কালো । রানি ও শুনে অবাক । এ কেমন কথা । রাজা বেশ অস্থির । ডাকলেন উজির নাজির আর সেনাপতিকে । হকুম দিলেন, ছোট কন্যা পারুলকে গভীর জঙ্গলে ফেলে দিয়া আস । রাজার হুকুম বলে কথা । না মেনে উপাই নেহি ।পরদিন পারুলকে পাঠানো হল বনবাসে । গভির অরণ্য জনপ্রাণী নেই । পারুল একা বসে আছে । এমন সময় কয়েকজন পরি এল । পরিরা বলল, গভীর অরেন্নে তুমি একা কেন? পারুল সব ঘটনা খুলে বলল । পারুলের দুঃখের কথা পরিরা বুঝতে পারল । রাজার মেয়ে পারুলের জন্য সুন্দর একটা বাড়ি বানাল । পরিরা নানা ফুলেত চারা এনে একটা বাগান বানাল । বনের পশুপাখি এলো রাজার মেয়েকে দেখতে । হরিন এলো খরগোশ এল মুউ