দারিদ্র্যের হার শূন্যের কোটায় আনার লক্ষ্য বিশেষ পরিকল্পনা সরকারের

আগামী ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যের হার শূন্যের কোটায় নামানোসহ ১৭টি কৌশল নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে শুরু হচ্ছে তিন দিনব্যাপী টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিএস) সামিট। ওই সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের ১৫০ রাষ্ট্রপ্রধান ওই সামিটে অংশগ্রহণ করবেন।এসডিএসের প্রধান লক্ষ্য হচ্ছে আগামী পনেরো বছরের মধ্যে দারিদ্র্যের হার শূন্যের কোটায় নামিয়ে আনা। এ কর্মপরিকল্পনার সঙ্গে ১৯৩টি দেশ একমত হয়েছে। এদিকে বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বেশ সফল হয়েছে। এমডিজির বেঁধে দেয়া লক্ষ্যমাত্রার চেয়ে বেশি দারিদ্র্যের হার কমেছে বাংলাদেশে। ২০১৫ সালে বাংলাদেশের দারিদ্র্যের হার হচ্ছে ২৪ দশমিক ৮ শতাংশ।১৯৯৭ সালে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য, শিশু, নারী, ক্ষুধার সূচক অর্জনে লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। বাংলাদেশ এসব লক্ষ্যমাত্রা সফলতার সঙ্গে অর্জন করেছে। গত পনেরো বছরে দারিদ্র্যের হার যেভাবে কমেছে তা অব্যাহত থাকলে আগামীতে আমরা এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব।দারিদ্র্য বিমোচন করতে হলে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। যা বেসরকারি খাতের মাধ্যমে সম্ভব। দারিদ্র্যের হার কমানোর লক্ষ্যমাত্রা চলতি বছরে ৮ শতাংশ ছিল। সেখানে ৬ দশমিক ৫ শতাংশের নিচে নেমে এসেছে। পর্যায়ক্রমে এ হার শূন্যের কোটায় নেমে আসুক, দেশ উন্নত বিশ্বের কাতারে সামিল হবে এটাই সবার প্রত্যাশা।

শেয়ার করুন

এই বিভাগের আরো আছে

পরবর্তী
« Prev Post
পূর্ববর্তী
Next Post »